সরকারের নতুন পদক্ষেপ বন্ধ করা হচ্ছে ATM কার্ড ।
নিত্যপ্রয়োজনীয় অনলাইন শপিংয়ে বা টাকা তোলা বা জমার ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমরা এটিএম কার্ড ব্যবহার করে থাকি। এবং এটিএম কার্ডের
সুবিধা আমরা উপভোগ করে থাকি । কিন্তু আপনি কি জানেন
আপনি যে এটিএম কার্ডটি ব্যবহার করছেন সেটি কিছুদিনের মধ্যে বন্ধ করে দেওয়া হবে । এমন একটি খবর বেরিয়ে আসছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফ থেকে। যে এই ধরনের এটিএম কার্ড বন্ধ করে দেয়া হবে । সাধারণত দু'ধরনের এটিএম কার্ড আছে তারমধ্যে একটি হচ্ছে ম্যাগনেটিক এটিএম
কার্ড এবং আরেকটি হচ্ছে চিপ এ টিএম কার্ড।
রিজার্ভ থেকে জানানো হয়েছে যে magnetic
atm card গুলি বন্ধ করে দেয়া হবে । আপনারা যদি না চিনতে
পারেন তো দেখবেন আপনার কার্ডে একটি কালো রঙের লম্বা দাগ আছে । শুধু
যদি কালো রঙের লম্বা দাগ থাকে সেটি magnetic atm card নিচের ছবি থেকে আপনারা সেটি দেখে নিতে পারেন।
আর চিপ এটিএম কার্ড হচ্ছে যে সেটি সিমের মতন একটি আস্তরন থাকবে। সেটি হচ্ছে চিপ এটিএম কার্ড। আপনার এটিএম কার্ডের
শুধু যদি কালো দাগ থাকে এবং তা যদি না থাকে তাহলে সেটি হবে ম্যাগনেটিক এ টিএম কার্ড । এবং আপনার কার্ডে
যদি চিপ এবং কালো দাগ দুটি থাকে তাহলে
আপনার হবে সেটি চিপ এ টিএম কার্ড বা শুধু যদি চিপ থাকে তাহলে সেটি হবে আপনার চিপ এ টিএম কার্ড।
এটিএম কার্ড গুলি পরিবর্তন করার একটি কারণ
তারা বলছে এই নতুন ধরনের এটিএম কার্ড গুলো আপনাদের অনেকটা সুরক্ষা প্রদান করবে। কিন্তু পুরনো এ টিএম কার্ড গুলো কিছু ঘাটতি আছে সেই কারণে পুরনো এ টিএম কার্ড গুলি বন্ধ করে দেয়া হয়েছে। এর জন্য টাইম দিয়েছে
বন্ধুরা এই বছরের 31 ডিসেম্বরের মধ্যেই এটিএম কার্ড গুলো বন্ধ করে দেয়া হবে । তার আগে আগেই আপনাকে এটিএম কার্ড গুলো আপনার ব্যাংক থেকে রিপ্লেস
করে নিতে হবে ।
ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আপনার এটিএম
কার্ড হয়তো বাড়িতে চলে এসেছে বা পরিবর্তন করে দিয়েছে। অনেকে নতুন এটিএম
কার্ডের apply করেনি তা সত্য ব্যাংক থেকে নতুন এটিএম কার্ড পাঠিয়েছে। যেমন ধরুন আমার এটিএম
কার্ড টি পুরনো ক্লাসিক এটিএম কার্ড ছিল । কিন্তু
আমি কোনও apply না করা সত্তেও ব্যাঙ্ক থেকে আমাকে
নতুন এ টিএম পাঠিয়ে দেওয়া হয়েছে।
যারা এখন পর্যন্ত এ নতুন এটিএম কার্ড গুলি
পাননি তারা ব্যাংকে গিয়ে যোগাযোগ করে নতুন এটিএম কার্ডের জন্য আবেদন করুন। বা আপনি যদি অপেক্ষা করেন তাহলে আপনার
হয়তো এটিএম কার্ড আপনার বাড়িতে পৌঁছে দেয়া হবে। যদি না পৌঁছে দেয়া
হয় তাহলে আপনি ব্যাঙ্কে গিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি চেঞ্জ করে নিন। এই খবরটি আরো বিস্তারিত
ভাবে জানার জন্য নিচে দেখুন একটি ভিডিও আছে সেই ভিডিওটি দেখে আপনি বিস্তারিত ভাবে জেনে
নিন । ধন্যবাদ
No comments
Thanks for giving your opinion.