১০ কোটি পরিবারকে ৫ লক্ষ টাকা করে দেবেন মোদী সরকার। এই লিস্টে আপনার নাম আছে কি দেখুন।
গত কাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাধীনতা দিবসে লালকেল্লায় জাতীয় পতাকা
উত্তোলন করলেন ।তিনি বিভিন্য যোজনার কথা ঘোষণা করেন। যেমন-রান্নার গ্যাসের, অপটিক্যাল ফাইবার, বিদ্যুত,নিকাশি, ব্যবসা, শিক্ষা, মহাকাশ অভিযান,সবই ছিল তাঁর ভাষণে।
কিন্তু তাঁর সব থেকে বড় ঘোষণাটি হল স্বাস্থ্যবিমা প্রকল্প । এখন
১০ কোটি সাধারন মানুষ এই প্রকল্পের আওতায় থাকবেন।এই প্রকল্পে থাকছে ৫ লক্ষ টাকার
স্বাস্থ্যবিমা। এখন এই প্রকল্প দরিদ্রদের জন্য চালু হলেও পরে নিম্নবিত্তদেরও এর
আওতায় নিয়ে আসা হবে। ১৫ আগস্ট লালকেল্লার ভাষণে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদী।
প্রাথমিকভাবে socio-economic
caste census (SECC) 2011 অনুযায়ী প্রায় ১০০ মিলিয়ন সাধারন মানুষ
গ্রামীণ ও শহরাঞ্চল থেকে এই স্বাস্থ্য বিমার আওতায় আনা হয়েছে৷
কি ভাবে দেখবেন এই স্বাস্থ্য বিমার
আওতায় আপনি পড়ছেন কিনা-
প্রথমে বলে রাখি এই নিয়মে এখন কাজ
করছেনা। কিন্তু এর পরের নিয়মটি কাজ করছে। সেখান থেকে আপনি খুব সহজেই আপনার নাম আছে
কি চেক করে নিতে পারবেন।
২. এরপর হোমপেজে ‘Download Beneficiary List’ ট্যাবে ক্লিক করুন
৩. আপনার ঠিকানা অনুযায়ী ‘Rural’ ও ‘Urban’ এ ক্লিক করুন ৷
৪. এরপর নিজের মোবাইল নম্বর দিন ৷
আপনার ফোনে একটি ওটিপি আসবেন ৷
৫. ওটিপি নির্দিষ্ট জায়গায় দিলে
লিস্ট ডাউনলোড করা যাবে ৷
৬. সিল্ট সেভ করে রাখুন ৷
তাছারা উপরের নিয়মে যদি আপনার নাম না
দেখতে পান তাহলে নিচের নিয়ম টি দেখুন। আমি ছবি সহকারে দেখিয়ে দিয়েছি।
২. তাঁর পর নিচের ছবি
অনুযায়ী ফ্রম টি পুরন করুন।
১ নম্বরে আপনার জেলার নাম দিন,
২ নম্বরে ব্লকের নাম দিন,
৩ নম্বরে গ্রাম পঞ্চায়েতের নাম দিন,
৪ নম্বরে গ্রামের নাম লিখুন, এবং
৫ নম্বরে আপনার নাম বা আপনার পরিবারের যেকোন সদস্য এর নাম লিখুন।
তাঁর পর
৬ নম্বরে ক্লিক করে আপনার নামটি খুঁজুন। এর পর যে লিস্ট টি পাবেন সেটি প্রিন্ট করে রেখে দিন।
তাছাড়া এই ভাবে যদি আপনি বুঝতে না পারেন তাহলে উপরের ভিডিও টি দেখেনিন। এবং চ্যানেল টি সাবস্ক্রাইব করে রাখুন।
No comments
Thanks for giving your opinion.