খুব সহজেই জব কার্ড ডাউনলোড এবং প্রিন্ট করুন।
MGNREGA ( Mahatma
Gandhi National Rural Employment Guarantee Act) –অর্থাৎ ১০০ দিনের কাজের যে অধিকার -এ আপনার জব কার্ডের
সুম্পূর্ণ বিবরণ আপনি দেখতে ও ডাউনলোড করে নিতে পারবেন আপনার কম্পিউটার
থেকে। জব কার্ডটি
ডাউনলোড করার জন্য প্রথমে আপনি এই ওয়েবসাইট-এ ক্লিক করুন। তারপর আপনার নিচের ছবির
মতো ওয়েবসাইট ওপেন হয়ে যাবে।
http://www.nrega.nic.in/netnrega/mgnrega_new/Nrega_home.aspx
ছবিতে যে লাল রঙের বৃত্ত আছে এবং Job Cards লিখা আছে ওখানে ক্লিক করুন এবং পরের
পেজে গিয়েও নিজের রাজ্য সিলেক্ট করুন ।
তারপর নিচের পেজ টি চলে আসবে , ঐখানে আপনি আপনার আর্থিক বৎসর ,জেলার নাম, ব্লকের
নাম, পঞ্চায়েত এর নাম গুলি দিয়েদিন এবং তারপর প্রসিড বাটন এ ক্লিক করুন।
এরপর আপনার
পঞ্চায়েত এলাকার সমস্ত জব কার্ড হোল্ডার এর নামের লিস্ট চলে আসবে , সেখান
থেকে আপনার নাম বেছে নিয়ে, আপনার জব কার্ডের নম্বর এর উপর
ক্লিক করুন।
এরপর আপনি আপনার জব কার্ডের সমস্ত তথ্য দেখতে পাবেন এবং ডাউনলোড
করে প্রিন্ট করে নিতে পারবেন।
কোনরূপ সমস্যা হলে আমাদের উপরের ভিডিও টি দেখে নিন।
আমাদের এই পোস্ট টি ভালো
লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের ইউটিউব
চ্যানেল সাবস্ক্রাইব করুন।
কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন , আমরা আপনাকে সাহায্য করবো।
No comments
Thanks for giving your opinion.