মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্পে দেওয়া হবে ২৫০০০ টাকা | আপনি পাবেন কি দেখেনিন | West Bengal New Prakalpa 2018.
মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্পে দেওয়া হবে ২৫০০০ টাকা | আপনি পাবেন কি দেখেনিন | West Bengal New Prakalpa 2018. Website Link:- http://matirkatha.net/ রাজ্যের প্রান্তিক চাষিদের অর্থনৈতিক সহায়তা প্রদানকল্পে পশ্চিমবঙ্গ সরকার একটি অগ্রণী প্রকল্প ঘোষণা করেছে যাতে তারা নিজস্ব গোলা আর মাল বিক্রির জন্য নিজস্ব গাড়ি কিনতে পারেন।গুদামঘর নির্মাণের জন্য তাদেরকে ৫,০০০ থেকে ২৫,০০০ টাকা ভর্তুকি দেওয়া হবে। যদিও রাজ্যে মোট ২৪ লক্ষ ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষক রয়েছেন, প্রাথমিকভাবে প্রায় ১০,০০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে এই দুটি প্রকল্পের আওতায় আনা হবে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প দুটির নামকরণ করেছেন ‘আমার ফসল, আমার গোলা' এবং ‘আমার ফসল, আমার গাড়ি'।‘আমার ফসল, আমার গাড়ি' প্রকল্পের ক্ষেত্রে ভর্তুকির পরিমাণ ঢালাও ১০,০০০ টাকা। এই প্রকল্পের মাধ্যমে সেই কৃষকরা তাদের উৎপাদিত ফসল সরাসরি ক্রেতাদের বিক্রি করতে পারবেন। এই ভর্তুকির টাকা কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে সরাসরি ঐ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে।
No comments
Thanks for giving your opinion.