আধার নম্বর ডিলিঙ্ক করে দেওয়া হল ব্যাঙ্ক থেকে। আপনার টি আছে কি দেখুন।
আপনারা জানেন আধার কার্ড নিয়ে সুপ্রিম কোর্টে নতুন রায় দিয়েছে।
সেখানে বলা হয়েছিল বিভিন্য মোবাইল সিম কোম্পানি গ্রাহক দের কাছ থেকে KYC এর জন্য আধার কার্ড নিতে পারবেন না। এবং বিভিন্য ব্যাঙ্ক গুলি কেও একই
নির্দেশ দিয়েছিল।
এবং বলা হয়েছিল জাদের আধার নম্বর লিঙ্ক করানো আছে তারা ইচ্ছাকৃত
ভাবে আধার নম্বর ডিলিঙ্ক করিয়ে নিতে পারবেন।সুপ্রিম কোর্টের এই নির্দেশ মেনে সাধারন মানুষ অনেকেই
মোবাইল সিম ও ব্যাংক অ্যাকাউন্ট থেকে তাদের আধার নম্বর ডিলিঙ্ক করিয়ে নিয়েছেন।
আবার নতুন করে খবর বেরিয়ে আসছে যে বিভিন্য ব্যাংক কোম্পানি
তারা সাধারন মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থেকে লিঙ্ক করা লক্ষাধিক আধার নম্বর
ডিলিঙ্ক করে দিয়েছে ।তার কারনে ঐ অ্যাকাউন্ট কোনও ধরনের লেনদেন করা যাচ্ছে না।
সেক্ষেত্রে তাদের কে আবার লিঙ্ক করাতে হবে। না হলে তারা ভবিষ্যতে কোনও ধরনের লেনদেন করতে পারবে না।
আপনি কিভাবে বুঝবেন অ্যাকাউন্ট নম্বর এর সাথে আধার
লিঙ্ক আছে ঃ-
প্রথমে এই লিঙ্ক থেকে একটি নতুন ওয়েবসাইটে প্রবেশ করুন।
নিচের ছবির মত একটি বক্স পাবেন সেখানে আপনার আধার নম্বর
এন্টার করুন।
তারপর Submit বাটনে ক্লিক করুন ।
যদি লিঙ্ক থাকে তাহলে নিচের ছবির মত দেখাবে।
এবং যদি লিঙ্ক না থাকে বা ডিলিঙ্ক হয়ে যায় তাহলে নিচের
ছবির মত দেখাবে।
আরও বিস্তারিত জানার জন্য আমার Youtub-এর ভিডিও টি দেখেনিবেন। তাহলে সব সুন্দর ভাবে বুঝে নিবেন। এবং
চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ
No comments
Thanks for giving your opinion.