কোন কার্ডে কত কিলো চাল-গম পাবেন দেখুন বিস্তারিত ভাবে।
আজ আমরা খাদ্য সাথী’ প্রকল্পে কোন কার্ডে কি কি
সুবিধা পাওয়া যাবে সেটি নিয়ে আলোচনা করবো।
মাননীয়া
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ২৭শে জানুয়ারি ২০১৬ থেকে ‘খাদ্য
সাথী’ প্রকল্প সারা রাজ্যে শুরু হয়েছে।
এই
প্রকল্পে পশ্চিমবঙ্গের মানুষ ২ টাকা কিলো দরে খাদ্যশস্য পেয়ে থাকেন। এবং আরও কিছু
মানুষ বাজার দামের অর্ধেক মূল্যে খাদ্যশস্য পেয়ে থাকেন।
বিগত
কয়েক বছর ধরে রাজ্য সরকারের ডিজিটাল রেশন কার্ড দেবার প্রক্রিয়া চলছে। যেসকল
ব্যক্তি এখনোও ডিজিটাল রেশন কার্ড পাননি অথবা যার রেশন কার্ডে ভুল আছে তারা খাদ্য
দপ্তরের ওয়েবসাইট wbpds.gov.in থেকে ফর্ম ডাউনলোড করে সংশ্লিষ্ট
ব্লক অফিসে/মিউনিসিপালিটি বা বোরো অফিসে ফর্ম জমা করবেন।
খাদ্যসামগ্রী পেতে অসুবিধা বোধ করলে বিনা খরচে ফোন করুন ১৯৬৭ অথবা ১৮০০ ৩৪৫ ৫৫০৫ এই নম্বরে। এটি সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতিদিন খোলা থাকবে।
যাদের
পুরনো রেশন কার্ড আছে তারা সেটির মাধ্যমে রেশন দোকানে উপলব্ধ নন-পি.ডি সামগ্রী
(৫০টি আইটেম) ও কেরোসিন তেল সংগ্রহ করতে পারবেন।
ডিজিটাল রেশন কার্ডের ভিত্তিতে চাল ও গমের মাসিক প্রাপ্যের পরিমান
নিচে দেওয়া হলঃ-
No comments
Thanks for giving your opinion.