মঙ্গলা হাটে শীতের পোশাক জলের দামে | Mangala Haat Winter Collection | Small Business Ideas.
আপনাদের অনেকেরই request
ছিল যে আমি মঙ্গলা হাট সম্পর্কে একটি
ভিডিও দিই। তাই আজ আমি চলে এলাম মঙ্গলা হাটের উদ্দেশ্যে। এই মঙ্গলা হাট সম্পর্কে
আমরা সবাই যানি। তা সত্তেও এই কারনে ভিডিও করছি যে আমাদের পশ্চিমবঙ্গের বেকার যুবক
যারা সঠিক ইনফরমেশনের অভাবে ভাল একটি ব্যবসা শুরু করতে পারছেন না। কিংবা কোন হাটে কি পরিমানে কত পাইকারি
দামে মাল পাওয়া যায় টার সঠিক ধারনা দেওয়া। আশা করছি এই ভিডিওটি দেখে আপনারা অনেক
উপকৃত হবেন।
এই হাটে আসতে গেলে আপনাকে
মঙ্গলবার ভোররাত ৩ টে থেকে মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে আসতে হবে। তার পরে এই হাট
আসতে আসতে উঠতে শুরু করে। এর আগে ৯টা পর্যন্ত টাইম ছিল সেটি কমিয়ে ৮টা করে দেওয়া হয়েছে।
এই মঙ্গলা হাট টি হাওড়া ষ্টেশনের
একদমেই নিকটে। হাওড়া ষ্টেশন থেকে পায়ে হেঁটে ১০ থেকে ১৫ মিনিটের পথ। আপনি যদি না
চিনতে পারেন তাহলে গুগুল ম্যাপের কিনবা কোন মানুষকে জিজ্ঞেস করে নিতে পারেন।
এই মঙ্গলা হাট টি মুলত
ছেলে-মেয়েদের বিভিন্য ধরনের কাপড়ের হাট। এখানে বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ মানুষের
পোশাক পেয়ে যাবেন। এবং সব পাইকারি রেটেই পাবেন। যা দাম একে বারেই কম।
খুব অল্প ইনভেস্ট করে এই হাট থেকে
মাল নিয়ে আপনি একটি ব্যবসা শুরু করতে পারেন।
আজ আমি এই হাটের শীতের পোশাক নিয়ে
ভিডিও দিচ্ছি । আসতে আসতে এই হাতের বিভিন্য ধরণের পোশাকের ভিডিও দিবো । ত চলুন
আজকের ভিডিও টি দেখে নেওয়া যাক।
No comments
Thanks for giving your opinion.